ব্লগিং বর্তমান সময়ের জনপ্রিয় একটি অনলাইনভিত্তিক লেখালেখির মাধ্যম। লেখালেখি যারা পছন্দ করেন এবং যারা গুগুলে নিজেদের লেখা ইনডেক্স করতে চান তাদের জন্য অনলাইনে ডুপ্লিকেট কনটেন্ট চেকার বেশ জনপ্রিয়। কারন কপি করা কনটেন্ট গুগুল ইনডেক্স করে না।
তাই নিজের লেখা কনটেন্টকে যদি গুগুলে ইনডেক্স করাতে হয় তবে কনটেন্টটি অবশ্যই ইউনিক এবং সব থেকে আলাদা হতে হবে।
আরও পড়ুনঃ
ডুপ্লিকেট কনটেন্ট চেক করার জন্য অনলাইনে অনেক টুল রয়েছে। এই সকল টুল অনলাইনে ডুপ্লিকেট কনটেন্ট চেক করার জন্য খুবই উপকারি। অনলাইনের নামকরা এবং বড় বড় ব্লগের ব্লগারগন তাদের ইউনিক কনটেন্ট চেক করার জন্য বিভিন্ন অনলাইন টুল ব্যাবহার করে থাকেন।
chanumia.com এর এই পোস্টে অনলাইনভিত্তিক এমনই একটি ডুপ্লিকেট কনটেন্ট চেকার সাইট নিয়ে আলোচনা করব।
উপরের লিংকটিতে প্রবেশ করলে এমন একটি সাইট আসবে।
খুবই সাধারন এবং সহজবোধ্য একটি ওয়েবসাইট এটি। অধিকাংশ ক্ষেত্র সাইটটি ১০০% সঠিক তথ্য দিয়ে ব্লগারকে সাহায্য করে।
0 Comments