Ad Code

InShot - Video Editor & Video Maker | ভিডিও এডিটর । এন্ড্রয়েড ভিডিও এডিটর।

টিকটক অথবা লাইকি ইউটিউব অথবা ফেসবুক প্লাটফর্ম যেটাই হোক আমাদের নিত্য দিনের সোশ্যাল মিডিয়ায় ভিডিও এডিটিং যেন পানি ভাত। বন্ধুরা, chanumia.com এর আজকের পোস্টে আপনাকে স্বাগতম। এই পোস্টে একটি এন্ড্রয়েড ভিডিও এডিটর নিয়ে আলোচনা করব। আশা করি আমার এই পোস্টটি পুরোটাই পোড়বেন। এই ব্লগে অনলাইন ইনকাম এবং দৈনন্দিন জীবনের টেক রিলেটেড বিভিন্ন বিষয়ে বিভিন্ন টিপস এবং ট্রিকস শেয়ার করে থাকি। ভাল লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন।

InShot - প্রোফেশনাল ফিচার সহ শক্তিশালী ফ্রি এইচডি ভিডিও এডিটর এবং ভিডিও মেকার।  মিউজিক, ট্রানজিশন ইফেক্টস, টেক্সট, ইমোজি এবং ফিল্টার, ব্লার ব্যাকগ্রাউন্ড এবং ইত্যাদি সহ অসংখ্য ফিচার রয়েছে এপটিতে।

  


পেশাদার ভিডিও সম্পাদনার জন্য এই আ্যাপটি বেশ কার্যকর, আপনার দৈনন্দিন জীবনের মূল্যবান মুহূর্তগুলি রেকর্ড করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ শীর্ষ মুভি নির্মাতাদের মত এইচডি প্রো ভিডিও এডিট করতে পারবেন এই আ্যাপটিতে। InShot এর মাধ্যমে সহজেই ভিডিও তৈরি করে, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটোক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার ইত্যাদিতে ভিডিও আপলোড করা যায়।


Download InShot.

 ইনশট এর মাধ্যমে ফটোও এডিট করা যায়।  ছবি এবং সেলফি এডিট করা, কোলাজ তৈরি করা এবং টেকস্ট এবং স্টিকার যুক্ত করা সহ ইনস্টাগ্রামের জন্য স্টোরি তৈরি করার মত নিত্য দিনের ভিডিও এডিটিং এর প্রায় সব কাজ করা যায় এই ভিডিও এডিটিং এপ দিয়ে।


এন্ড্রয়েড ফোনের এমন নানা এপ  এর রিভিউ ,ব্যাবহার এবং তিতা -মিঠা দিক সম্পর্কে জানতে আমাদের ব্লগটির সাথে থাকার অনুরোধ রইল। 

Post a Comment

0 Comments

Close Menu