Ad Code

ভ্রমনের প্রস্তুতি এবং পরিকল্পনা।

         ঘুরতে কে না ভালবাসে। নাগরিক জীবনের ব্যাস্ততার বেড়াজাল ভেঙ্গে অনেকেই হয়ত দেশে অথবা দেশের বাইরে ঘুরতে যেতে পারেন না কিন্তু প্রায় ৯০% মানুষের মনে এডভেন্চার বা ভিন দেশে ভ্রমনের ইচ্ছা লুকানো থাকে। যে ইচ্ছা কারো পুরন হয় অথবা কারো পূরন হয় না। ধরুন আপনার ভিন দেশে ভ্রমনের সুযোগ এসেছে এবং আপনি যেতে ইচ্ছুক। কিন্তু আপনার ট্রাভেল করতে অনেক কিছুই প্রয়োজন। তাই বলে আপনি কি আপনার বাসার সকল মালামাল ট্রাকে তুলে ট্রাভেল করতে রওনা হবেন?? যদি তা করেন তবে সেটা হবে আপনার বোকামি! আপনার সাথে সেই সকল মালামাল নিন যা আপনার নিতান্তই প্রয়োজনীয়। চলুন জেনে নিন আপনার ট্রাভেল করতে প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কেঃ

 যা যা বিবেচনায় রাখা দরকারঃ

 • 👉 ‌ট্রাভেল টিকিট,ট্রাভেল ভিসা, পাসপোর্ট এবং আপনার ট্রাভেল সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র অবশ্যই সাথে নেবেন। প্রতিটি কাগজের এক কপি সাথে রাখতে হবে। তবে থেয়াল রাখতে হবে  আসল কপি এবং ফটোকপি যেন একত্রে মিশে না যায়।
 • 👉আলাদা একটি কাগজে রক্তের গ্রুপ, নির্দিষ্ট কোন শারীরিক সমস্যা,শরীরের কোথাও কোন দাগ, যদি কোন রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে সেই রোগের নাম এবং আপনি নিয়মিত যে ডাক্তারকে দেখান সেই ডাক্তারের নাম এবং ঠিকানা লিখবেন। অবশ্যই কাগজটি নিরাপদে এবং সুরক্ষিত জায়গায় রাখবেন।
 • 👉ভ্রমনের সময় এবং সূচি সম্পর্কে আগেভাগে খোঁজখবর রাখুন।
 • 👉প্রতিটি লাগেজ অথবা ব্যাগের গায়ে নিজের নাম,ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে লেবেল লাগিয়ে রাখুন।
 • 👉রওনা দেওয়ার আগে সঙ্গে নেওয়া দামি জিনিসগুলো কাস্টমসে রেজিস্ট্রার করে রাখুন যা ফেরার পথে অযথা আমদানি শুল্ক দেওয়ার হাত থেকে আপনাকে বাচাবে।
 • 👉যাত্রা শুরু করার আগে পাসপোর্ট এর মেয়াদ এবং তারিখ দেখে নিতে ভুলবেন না।
 • 👉মুদ্রা বিনিময়ের ক্ষেতে ছোট ছোট ট্রানজিকশন করুন।
 • 👉নিজের লাগেজ অথবা সাথে থাকা মালামাল রেখে দূরে কোথাও যাবেন না। হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
 • 👉সিকিউরিটি চেকের সময় হালকা এবং বহনে সহজ মালামালের উপর নজর রাখুন।
 • 👉ব্যাবহৃত ইনহেলার অথবা চশমা অতিরিক্ত একটি করে যে কোন একটি লাগেজের ভেতর রাখুন এবং আপনার ঔষুদের নামের একটি তালিকা আপনার হ্যান্ড ব্যাগে রাখুন।
 • 👉কমফোর্টেবল জামা কাপড় পরুন যা আপনাকে অহেতুক নজরদারী থেকে বাচতে সাহায্য করবে।
 • 👉সাথে থাকা সকল মালামালের একটি তালিকা করুন এবং নিজের কাছে সংরক্ষন করুন।

Read More: বাসে উঠলে বমি বমি ভাব ?

Post a Comment

0 Comments

Close Menu