Ad Code

10 LEGIT SURVEYS FOR MONEY SITES.

 বর্তমানে অনলাইন থেকে আয় করার সহজ এবং বিশ্বস্ত পদ্ধতি হল ইউএস ভিত্তিক সার্ভে সাইট সমুহ। নিচে বিশস্ত ১০ টি সার্ভে সাইট এর নাম এবং তাদের সম্পর্কে কিছু লেখা হল......

InboxDollars: Best Overall

ইনবক্স ডলার বর্তমানে সার্ভে জগতের নাম করা একটি ওয়েব সাইট। জয়েন করার সাথে সাথে এখানে $20 ডলার বোনাস পাবেন। এখান থেকে নিয়মিত কাজ করলে মাসে বেশ ভাল রকম আর্নিং হয়। এখানে একাউন্ট খোলা ফেসবুকে এখাউন্ট খোলার চেয়েও সহজ। এখান থেকে আপনি সরাসরি ইউএস ব্যাংকে  টাকা উইথড্র দিতে পারেন যারা আইপি বা প্রক্সি দিয়ে সার্ভের কাজ করেন তারা অবশ্যই গিফট কার্ডে পেমেন্ট উইথড্র করার চেস্টা করবেন। কারন তাতে ঝামেলা কম এবং একাউন্ট ব্যান হবে কম।


Survey Junkie

সার্ভে জাঙ্কি!! বাঙ্গালীদের কাছে নামটা একটু অদ্ভুত। কিন্তু সাইটার নাম যেমনই হোক কাম কিন্তু প্রশংসার দাবি রাখে। এখানে কাজ করে অনেকেই প্রচুর ইনকাম করছে। চাইলে আপনিও পারেন। এখান থেকে ইউএস ভ্যারিফাইড পেপাল, গিফট কার্ডে পেমেন্ট নিতে পারেন।


Swagbucks

এখান থেকে ইউএস ব্যাংকে এবং গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে হবে। এই সাইটটা একটু কিপ্টা টাইপের!! আইপি এদিক ওদিক হলে অথবা ভুল তথ্য দিলে আপনার একাউন্ট ব্যান হতে পারে। সুতারাং সাধু সাদধান....


LifePoints

ছোট এএবং শর্ট সার্ভের জন্য এই সাইটটা বিখ্যাত। এই সাইটটা অন্যান্য সাইটের মত নিয়মিত পেমেন্ট দেয়। এবং গুগুলে এর ররিভিউও বেশ ভাল। এই  সাইটের মিনিমাম পেআউট ২০ ডলার। যা আপনি পেপালে নিতে পারেন।


Branded Surveys

সার্ভে জগতে নতুন এবং কিছু পুরানো সাইট মানুষের মনে বেশ ভাল একটা জায়গা করতে পেরেছে। তার ভেতর এই সাইটটি একটি। এই সাইটে জয়েন করা খুবই সহজ এবং এই সাইট থেকে পেপাল এবং গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এই সাইটের মিনিমাম ক্যাশ আউট ৫$।


MyPoints

এই সাইটে সার্ভে করে টাকা ইনকাম করার পাশাপাশি গেম খেলে, ভিডিও দেখে এবং শপিং করও আর্ন করতে পারেন। নিয়মিত পেমেন্ট করে এবং সহজ উইথড্র!! এখান থেকে গিফট কার্ড অথবা ভিসা কার্ডে পেমেন্ট নিতে পারবেন। এখান থেকে সর্বনিম্ন পেমেন্ট ৩$।


আরও পড়ুনঃ সার্ভে কাজে আইপি কেনার চিন্তা নেই। আয় করুন বাংলাদেশ থেকেই।


Opinion Outpost

এই সাইটটা নতুনদের জন্য খুবই ভাল একটা সাইট।এখানে একটা সার্ভের জন্য আনুমানিক ০.৫০$ থেকে ৫$ পর্যন্ত উপার্যন করতে পারবেন। এই সাইট থেকে পেপাল এবং গিফট কার্ডের মাধ্যমে উইথড্র দিতে পারবেন।


Pinecone Research

 সর্বাধিক লোভনীয় আর্নিং এর জন্য অনলাইন সার্ভে সাইটগুলোর ভেতর এটা একটি। প্রতিটি সার্ভেতে সর্বনিম্ন $ 3 দেয় এবং এগুলি সাধারণত প্রায় 15 মিনিটের ভেতর শেষ হয়।  এই সাইট থেকে পেপাল, ইউএস ব্যাংক এবং গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।Toluna

মজার ব্যাপার হচ্ছে সার্ভে জাঙ্কির মত এই সাইটেরও এপ আছে। আর অ্যাপের মাধ্যমেও দৈনিক লটারিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে - এটি মিলিয়ন পয়েন্ট (প্রায় 300 ডলার) জয়ের সুযোগ দেয়। আপনি পেপাল অথবা গিফট কার্ড হিসাবে আপনার ব্যালেন্স গ্রহণ করতে পারেন। এই সাইটের মিনিমাম পে আউট ১০$ এবং গড়ে প্রায় ৫$ করে উপার্যন করতে পারেন।


Vindale Research

মিনিমাম পে আউট ৫০$!! এবং এখান থেকে পে আউট করার  করার একমাত্র পদ্ধতি হল পেপাল।  
প্রতি সার্ভেতে এই সাইট আনুমানিক ০.৫০$ -৫০$ পর্যন্ত দেয়।


 উপরের সাইটগুলো ছাড়াও আরও অনেক সাইট আছে যেখান থেকে বেশ ভাল একটা এমাউন্ট আপনি উপার্জন করতে পারেন।


Post a Comment

0 Comments

Close Menu